ডিজিট্যাল মার্কেটিং এর জগতে বিজ্ঞাপন প্রকাশের একটি গুরুত্ত্বপূর্ণ পদ্ধতি হচ্ছে AIDA Method.
এই পদ্ধতি মেনে কোন বিজ্ঞাপন প্রকাশ করলে সেটি খুবই কার্যকরী হয়।
A – Attention
I – Interest
D – Desire
A – Action
A – Attention
বিপণন বা বিজ্ঞাপনের প্রথম ধাপ হল কীভাবে সম্ভাব্য গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করা যায় তা বিবেচনা করা।
*যেকোন বিজ্ঞাপনের প্রথম চোখে পড়ার মত বিষয় হচ্ছে তার হেডিং বা শিরোনাম।*
বিজ্ঞাপনের মাধ্যমে যা বলতে বা বোঝাতে চাইছেন, তা একটি আকর্ষণীয় এবং সৃজনশীল শিরোনামের (Heading) মাধ্যমে উপস্থাপিত করতে হবে। যাতে মানুষ সেই বিজ্ঞাপনটি এড়িয়ে যেতে না পারে।
I – Interest
সম্ভাব্য গ্রাহক একবার সচেতন হলে এবং পণ্য বা পরিষেবা সম্পর্কে জানতে পারলে, তার আগ্রহের মাত্রা বাড়ানোর জন্য কাজ করতে হবে।
D – Desire
সম্ভাব্য ক্রেতা পণ্য বা পরিষেবার প্রতি আগ্রহী হওয়ার পরে, বিপণণ বা বিজ্ঞাপনের লক্ষ্য হল তাদের মানসিকতাকে “আমি এটি পছন্দ করি” থেকে “আমি এটি চাই” তে রূপান্তরিত করা।
A – Action
ডিজিট্যাল মারকেটিং-এর চূড়ান্ত লক্ষ্য হল সম্ভাব্য ক্রেতাকে পণ্য বা পরিষেবা কেনার জন্য চুড়ান্ত পদক্ষেপ নিতে অনুপ্রাণিত করা।
ভিডিও র ব্যবহার করে ডিজিট্যাল মার্কেটিং করলে এই চারটে ধাপ ই খুব ভালোভাবে প্রকাশ করা যায়।
আপনি কি আপনার পণ্য বা পরিষেবা র প্রচারের জন্য ভিডিও ব্যবহার করেন ?
কিভাবে ভিডিওর মাধ্যমে নিজের পন্য বা পরিষেবার প্রচার করবেন তা জানতে হলে আমার ফ্রি ওয়েবিনারে যোগ দিন এবং শিখে নিন, কিভাবে নিজের জ্ঞান, দক্ষতা, অভিজ্ঞতার ভিডিও তৈরির মাধ্যমে একটি দুর্দান্ত অনলাইন ব্যবসা গড়ে তুলবেন।👇
Https://knowledgebusiness.in